বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি ইতালি-স্পেন


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০১৬, ১১:৩১ PM / ১৩৮
বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি ইতালি-স্পেন

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন দুটি দল ইতালি ও স্পেন । ২০১৮ তে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বে উঠার লড়াইয়ে খেলবে দু’দল। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ৪৫মিনিটে এই খেলা অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপ অঞ্চলের গ্রুপ ‘জি’তে রয়েছে স্পেন ও ইতালি। যেখানে আরও রয়েছে আলবেনিয়া, মেসিডোনিয়া, ইসরাইল ও লিচেনস্টেইন। এ ম্যাচটি ইতালি ঘরের মাঠ তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে স্প্যানিশদের আতিথিয়েতা দেবে।

বাছাইপর্বে এর আগে একটি করে হওয়া ম্যাচে দু’দলই জয় পেয়েছে। যেখানে ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন পুঁচকে লিচেনস্টেইনকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে। অপরদিকে চারবারের বিশ্বকাপ জয়ী ইতালি ৩-১ গোলে জয় পেয়েছে ইসরাইলের বিপক্ষে।

ফুটবলে স্পেন ও ইতালি এখন পর্যন্ত ৩৫বার মুখোমুখি হয়েছে। যেখানে ১১বার জয় পেয়েছে ইতালি। আর ১০বার স্পেন। বাকি ১৪ ম্যাচে কোনো ফলাফল আসেনি।