ঘূর্ণিঝড় ম্যাথিউয়ের আঘাতে হাইতিতে এ পর্যন্ত ২৬ জন নিহত হয়েছে। এখনও অনেক হতাহতের আশংকা করা হচ্ছে। ক্যারিবিয় অঞ্চলে গত এক দশকের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।
সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, বুধবার ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিপাত নিয়ে ঘূর্ণিঝড়টি হাইতিতে আঘাত হানে। এখন ঘূর্ণিঝড়টি যুক্তরাষ্ট্রের বাহামাস ও ফ্লোরিডা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে, ঝড়ে একটি সেতু ভেঙ্গে গিয়ে দেশটির দক্ষিণ উপকূলের সাথে দেশের বাকি অংশের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে, উপড়ে পড়া গাছের কারণে অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে এবং অনেক জায়গায় ভূমিধ্বসের খবর পাওয়া যাচ্ছে। তবে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি সে বিষয়ে তা এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
দেশটির দক্ষিণাঞ্চলের লে কায়েস শহরের ডেপুটি মেয়র জানিয়েছেন, ওই অঞ্চলের ৭০ হাজার মানুষ বন্যার কবলে পড়েছে। ত্রাণকর্মীদের ভাষ্যমতে, উপকূলীয় অন্যান্য শহরও পানিতে তলিয়ে গেছে।
এদিকে ঘূর্ণিঝড় ম্যাথুর কারণে যুক্তরাষ্ট্রের ১৫ লাখেরও বেশি মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। এলাকাবাসীকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
আপনার মতামত লিখুন :