ঘোষনা হতে যাচ্ছে জাতিসংঘের পরবর্তী মহাসচিবের নাম। জাতিসংঘের উদ্বাস্তু-বিষয়ক সাবেক হাইকমিশনার পর্তুগালের অ্যান্তোনিও গুতারেসই হচ্ছে জাতিসংঘের নতুন মহাসচিব।
বৃহস্পতিবার (০৬ অক্টোবর) জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক ভোট হওয়ার কথা রয়েছে। ৬৬ বছর বয়সী এই পর্তুগিজের প্রতি সমর্থন দিয়ে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চারকিন বলেন, তিনি (গুতেরেস) ‘পরিষ্কারভাবে’ বেশ জনপ্রিয়।
গত মঙ্গলবার (০৪অক্টোবর) গতকাল ‘সাক্ষাৎকার পরীক্ষা’ দেন মন্টেনেগ্রোর সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ইগর লুকসিচ, ইউনেসকোর মহাপরিচালক ও বুলগেরিয়ার ইরিনা বোকোভা এবং জাতিসংঘের উদ্বাস্তু-বিষয়ক সাবেক হাইকমিশনার পর্তুগালের আন্তোনিন গুতেরেস সহ আরও ৮জন। এদের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ ছিলেন। আর তাদের মধ্য থেকেই নির্বাচিত হন পর্তুগালের অ্যান্তোনিও গুতারেস।
চলতি বছরের ৩১ ডিসেম্বর জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ শেষ হবে।
আপনার মতামত লিখুন :