জান্নাতুল পিয়ার ‘পূজা এলো’


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০১৬, ২:৩০ PM / ২০২
জান্নাতুল পিয়ার ‘পূজা এলো’

জান্নাতুল পিয়া একজন সফল মডেল ও অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘পূজা এলো’ শিরোনামের একটি মিউজিক ভিডিওর মডেল হলেন জান্নাতুল পিয়া। আর এ কারনে তিনি পূজামন্ডপ ঘুরে বিষয়টিকে রপ্ত করার চেষ্টা করেন।

ছোটবেলার পূজার স্মৃতি মনে করে পিয়া বলেন, ‘তখন বন্ধুদের সঙ্গে মন্ডপে ঘুরতে যেতাম। কিন্তু এখন সময় স্বল্পতার কারণে আর মন্দির কিংবা মন্ডপে যাওয়া হয় না। এতোদিন পর আবার সেই অভিজ্ঞতা হলো এই মিউজিক ভিডিওর কাজ করতে গিয়ে।’

পিয়া মিউজিক ভিডিওটি প্রসঙ্গে বলেন, ‘নিজেকে একটু ভিন্নভাবে দর্শকদের সামনে উপস্থাপনের লক্ষে এই মিউজিক ভিডিওর মডেল হলাম। আর আমার মধ্যে ধর্ম নিয়ে কোনো গোঁড়ামি নেই। আমার মতে -ধর্ম যার যার উৎসব সবার।’

ভিডিওতে পিয়ার সঙ্গে মডেল হয়েছেন চিত্রনায়ক শিপন। তার প্রসঙ্গে পিয়া বললেন, ‘আট বছর ধরে শিপনকে চিনি। তবে পর্দায় আমাদের একসঙ্গে কাজ করা হয়নি। আমরা উভয়ে কাজটি খুব উপভোগ করেছি।’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী ন্যানসি। তার সঙ্গে কোরাসে কণ্ঠ দিয়েছেন মিলন ও সাফায়েত। ‘পূজো এলো’ শিরোনামের গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর করেছেন মিলন, সংগীত পরিচালনায় রেজওয়ান শেখ ও এমএমপি রনি। মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন সৈকত রেজা।