হাইতিতে হারিকেন ম্যাথিউয়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুক্ষীণ হয়েছে । হারিকেনটির প্রভাবে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন পাঁচজন। নিহতদের মধ্যে চারজন ডোমিনিকান রিপাবলিক এবং একজন হাইতিয়ান রয়েছেন। বুধবার (০৫ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
এদিকে হারিকেনটিকে গত দশকের সবচেয়ে শক্তিশালী হারিকেন হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। হারিকেন ম্যাথিউয়ের প্রভাবে বাস্তুহারা হয়েছেন দেশটির অন্তত ১০ হাজার মানুষ।
দেশটির দক্ষিণাঞ্চলের লে কায়েস শহরের ডেপুটি মেয়র জানিয়েছেন, ওই অঞ্চলের ৭০ হাজার মানুষ বন্যার কবলে পড়েছে। ত্রাণকর্মীদের ভাষ্যমতে, উপকূলীয় অন্যান্য শহরও পানিতে তলিয়ে গেছে।
রাজধানীর সরকারী আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় পূর্ণ হয়ে গেছে এবং কর্তৃপক্ষ থেকে খাদ্য এবং পানির জন্য সাহায্য চাওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :