টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৪জন। একটি সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে চারজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে অন্তত ১০ জন বলে স্থানীয় সূত্রে জানা গাছে। আজ বুধবার সকাল ৭টার দিকে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার যোকারচরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান।
নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। পাবনার বেড়া উপজেলার শ্যামপুর গ্রামের সোহেল (৩৫), গাইবান্ধার সাঘাটা উপজেলার সুজন (৩৮) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার হাশিমপুর গ্রামের আবছার (৬০)।
ওসি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক সকাল ৭টার দিকে যোকারচর এলাকায় পৌঁছালে সামনের একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়। পুলিশ গিয়ে সিমেন্টের নিচে চাপা পড়া চারজনের লাশ উদ্ধার করেছে।
তারা সিমেন্টের ওপর বসে আসছিল বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় আহত ১০ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :