বিএনপি ছোবল দেয়া বিষধর সাপ


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০১৬, ৮:৩৮ PM / ১৩৪
বিএনপি ছোবল দেয়া বিষধর সাপ

বিএনপিকে ছোবল দেয়া বিষধর সাপ বললেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। বিএনপি বিপদ দেখলে গর্তে ঢুকে পড়ে আবার সুযোগ পেলে বেরিয়ে এসে ছোবল মারে বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (০৪ অক্টোবর) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিএনপিকে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিটি সম্মেলনই জাতির জন্য মাইলফলক। এবারের সম্মেলনও মাইলফলক হবে। বিএনপিকে এই সম্মেলন থেকে শিক্ষা নেওয়ারও আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের ২০তম কাউন্সিল উপলক্ষে প্রচার ও প্রকাশনা উপ-কমিটির এক বৈঠক শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বৈঠকে প্রচার ও প্রকাশনা উপ কমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম সভাপতিত্ব করেন।

সংবাদ সম্মেলনে প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য সচিব হাছান মাহমুদ আরও বলেন, সরকারি দল হলেও সভা সমাবেশের জন্য অনুমতি নিতে হয়। আমরা অনুমতি নিয়েছি। অনেক সময় অনুমতি না নিলে সমস্যার সৃস্টি হয়।