রাঙামাটির কাপ্তাই হ্রদে ভবন ধসে নিহত হয়েছে দুইজন।কাপ্তাই হ্রদে দোতলা একটি ভবন পানির মধ্যে ধসে পড়ে ২ জন নিহত হয়েছেন। নিহত ২ জন সম্পর্কে বাবা-মেয়ে। উক্ত ভবনে আটকা পড়েছে আরও ৫ জন।
মঙ্গলবার (০৪ অক্টোম্বর) বিকেল সোয়া ৫টায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মহিলা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন-জাহিদ(৩৪) ও তার মেয়ে পিংকি (১৪)। ভবন ধসে দু’জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে, ঘটনাস্থলে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। উদ্ধার কাজ পরিচালনা করছে ফায়ার সার্ভিস।
জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান জানান, উদ্ধার তৎপরতা চালানোর জন্য ঘটনাস্থলে সাধারণ জনগণের উপস্থিতি রোধ করা হয়েছে। কতজন এ বাড়িতে আটকে আছে এবং কতজন হতাহত হয়েছেন এ মূহুর্তে বলা যাচ্ছে না।
আপনার মতামত লিখুন :