ইথিওপিয়ায় সরকার বিরোধী বিক্ষোভকালে নিহত ৫২


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০১৬, ১১:৫৬ AM / ১২৮
ইথিওপিয়ায় সরকার বিরোধী বিক্ষোভকালে নিহত ৫২

ইথিওপিয়ায় সরকার বিরোধী বিক্ষোভকালে নিহত হয়েছেন এ পর্যন্ত ৫২ জন। যদিও উপস্থিত জনতার মতে মৃতের সংখ্যা কমপক্ষে ৩০০ ছাড়িয়েছে। তবে এ সংখ্যা অস্বীকার করেছে ইথিওপিয়া সরকার।

একটি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও শতাধিক মানুষ।

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, রাজধানী আদিস আবাবা থেকে ৪০ কিলোমিটার দূরে অরোমিয়া এলাকায় বিশোতু নামের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত।

বিশোতু উৎসবে সরকার বিরোধীরা বিক্ষোভ শুরু করলে পুলিশ গুলি ছোঁড়ে। এর ফলে উৎসবস্থলে বিশৃংখলা সৃষ্টি হয়। পদতলে পিষ্ট হয়ে মারা যায় অনেক মানুষ। বিক্ষোভকারীরাও পাথর ও বোতল নিক্ষেপ করে পুলিশকে লক্ষ্য করে।

পুলিশের গুলি করার বিষযটি অস্বীকার করে দেশটির প্রধানমন্ত্রী হ্যাইলেম্যারিয়াম দেসালেন বলেছেন, বিক্ষোভকারীরা পূর্বপরিকল্পিত ভাবেই বিক্ষোভ শুরু করে, ফলে প্রাণ হারাতে হয় অনেক সাধারণ মানুষকে। দেশটির প্রধানমন্ত্রী সে দেশের সামরিক বাহিনীর প্রশংসা করেন। এদিকে অনেকেই দাবি করছে ,সরকার ভুল তথ্য দিচ্ছে নিহতের সংখ্যা নিয়ে ।