প্রিমিয়ার লিগে তিন ম্যাচ পর জয়ের দেখা পেলো চেলসি। শনিবার হাল সিটিকে ২-০ ব্যবধানে হারিয়েছে আন্তোনিও কন্তের দল। উইলিয়ান আর দিয়েগো কস্তার গোলেই জয় পেলো চেলসি।
আগের তিন ম্যাচের দুইতিতে হার ও একটিতে ড্রয়ের তিক্ত স্বাদ নিয়ে শনিবার প্রতিপক্ষের মাঠে নামে চেলসি। তবে ম্যাচের প্রথমার্ধে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় চেলসি।
বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে কস্তা-হ্যাজার্ডরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ম্যাচের ৬১ মিনিটে গোল করে চেলসিকে লিড দেন ব্রাজিলের মিডফিল্ডার উইলিয়ান। এর ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলে জন্ম নেওয়া স্প্যানিশ স্ট্রাইকার কস্তা।
বাকি সময় আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে কন্তের শিষ্যরা। এ জয়ে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে চেলসি।
আপনার মতামত লিখুন :