বিপাশা কবির ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত আইটেম গানে পারফর্ম করে বড়পর্দায় ইতোমধ্যেই অনেক পরিচিতি পেয়েছেন। তবে বর্তমানে চলচ্চিত্রের প্রধান নায়িকা চরিত্রেও কাজ করছেন। সম্প্রতি বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে তার বিয়ের খবর রটেছে। তবে সেটাকে নিছকই গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
বিপাশা কবির বলেন, আমার সাথে দেশের বাইরে থাকা মাসুম পারভেজ নামে একজনের ভালো পরিচয় আছে। আমাদের সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। তবে তার সাথে আমার বিয়ে এখনও হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যমে না জেনে এভাবে লিখছে। বিষয়টি নিয়ে আমি খুবই বিব্রত। আমি বিয়ে করলে সবাইকে জানিয়ে করব।
উল্লেখ্য, বিপাশা কবিরের মনের মানুষ নোয়াখালীর ছেলে মাসুম পারভেজ। তিনি বর্তমানে বাহরাইনে বসবাস করছেন। অনেকদিন ধরেই তাদের মধ্যে জানা-শোনা রয়েছে। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় পারভেজের ছবি আপলোড করতে দেখা গেছে এই অভিনেত্রীকে।
তবে বিয়ের সানাই এখনও বাজেনি বলে জানিয়েছেন তিনি। বিপাশা কবির বর্তমানে সৈকত নাসিরের ‘পাষাণ’ ছবির কাজ করছেন।
আপনার মতামত লিখুন :