মুন্সীগঞ্জের মুক্তারপুরে ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙে একটি মাইক্রোবাস ধলেশ্বরী নদীতে পড়ে গেছে। এ ঘটনায় ৩ জন নিখোজ রয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসে তিন থেকে চারজন আরোহী ছিলেন।
এ বিষয়ে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, মাইক্রোবাসটি উত্তর নাকি দক্ষিণ দিক থেকে এসেছে তা জানা যায়নি। টোল প্লাজার ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে শনাক্ত করার চেষ্টা চলছে। মুক্তারপুর পাশের পশ্চিম দিকের রেলিং ভেঙে মাইক্রোবাসটি ধলেশ্বরেী নদীতে পড়ে ডুবে যায়।
এসআই মোশাররফ আরও জানান, মাইক্রোবাসে কত জন ছিলেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রত্যক্ষদর্শীরা বলছে, মাইক্রোবাসটিতে তিন-চার জনের মতো থাকতে পারেন।
এ ব্যাপারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের ডুবুরি হুমায়ুন কবির জানান, ঘটনার পর রাত ২টার দিকে নদীর তলদেশ প্রায় ৬০ ফুট পানির গভীর নিচ থেকে নিখোঁজ মাইক্রোবাসটির বাম্পার উদ্ধার করা হয়েছে। তবে মাইক্রোবাসটি পাওয়া যায়নি। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধারকাজ স্থগিত রয়েছে। গাড়িটির সন্ধানও পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :