স্টার প্লাসে আজ থেকে ‘আজ রবিবার’


Sharif Khan প্রকাশের সময় : অক্টোবর ১, ২০১৬, ১২:০৮ AM / ১৬৮
স্টার প্লাসে আজ থেকে ‘আজ রবিবার’

ভারতীয় চ্যানেল স্টার প্লাসে আজ থেকে প্রচার হবে বাংলাদেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘আজ রবিবার’। জনপ্রিয় কথাসাহিত্যিক ও নাট্যকার হুমায়ূন আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় ১৯৯৬ সালের শেষ দিকে এই নাটকটি প্রথম প্রচার হয়েছিল বিটিভিতে।

বছর দশেক আগে একই নাটক ফের প্রচার হয়েছিল বেসরকারি টিভি চ্যানেল আইতে। তখন তারা নাটকটির স্বত্ব কিনে নিয়েছিলো বিটিভির কাছ থেকে। এবার সেই স্বত্ব কিনে নিলো স্টার প্লাস।

জানা গেছে, বিখ্যাত ধারাবাহিক নাটক ‘আজ রবিবার’ এবার একসঙ্গে বিশ্বের ১৫০টি দেশের মানুষ হিন্দি ভাষায় দেখতে পাবেন। ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাস ধারাবাহিকটি তাদের নেটওয়ার্কভুক্ত দেড়শ দেশে হিন্দি ভাষায় ডাবিং করে প্রচার করার উদ্যেগ নিয়েছে।

চ্যানেলটিতে ‘টুডে ইজ সানডে’ এই নতুন নামে রাত সাড়ে নয়টায় দেখা যাবে ‘আজ রবিবার’।