ফেরদৌস তাজ; মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, প্রবীণ রাজনীতিবিদ খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কারণে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লা (৮৫) আজ বিকালে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আপনার মতামত লিখুন :