মুক্তাগাছা পৌরসভার নবনির্বাচিত মেয়র হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে মুক্তাগাছা পৌরসভার মেয়র হিসেবে বেসরকারিভাবে বিজয়ী হন নৌকা প্রতীকের এ প্রার্থী।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ হয় কোন প্রকার অপ্রীতিকর ও সহিংসতা ছাড়াই।
মুক্তাগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৫ শত ৯৯। এতে ৫ জন মেয়র প্রার্থী ও সাধারণ কাউন্সিল পদে ৪৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১৩ সরাসরি ভোটে প্রতিদ্বন্ধীতা করেন।
সর্বশেষ ভোটের ফল গণনায় মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিল্লাল হোসেন সরকার নৌকা প্রতীকে ১৭ হাজার ৩২০ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধীতা বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র শহিদুল ইসলাম ধানের শীষ প্রতিকে ৫ হাজার ২৬১ ভোট পান। আ.লীগ বিদ্রোহী প্রার্থী আবুল কাসেম মোবাইল প্রতীকে ২ হাজার ৮৬৩ ভোট, বিএনপি বিদ্রোহী প্রার্থী আক্রাম আলী ভুলু নারকেল গাছ প্রতীকে ১ হাজার ৩০৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান লেলিন জগ প্রতীকে ৯৬৭ ভোট পান।
কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মনিরুজ্জামান দুদু, ২নং ওয়ার্ডে মতিউর রহমান, ৩নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক, ৪নং ওয়ার্ডে আমজাদ হোসেন, ৫নং ওয়ার্ডে আঃ হাকিম, ৬নং ওয়ার্ডে সাইফুল ইসলাম, ৭নং ওয়ার্ড মির্জা আবুল কালাম, ৮নং ওয়ার্ডে হানিফ মির্জা, ৯নং ওয়ার্ডে বজলুর রহমান জয়ী হন।
সংরক্ষিত মহিলা আসনে ১,২,৩ নং ওয়ার্ডে মমতাজ বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডে শিখা আক্তার এবং ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে জেসমিন আক্তার বেসরকারি ভাবে বিজয়ী হন।
আপনার মতামত লিখুন :