ফেরদৌস তাজ; মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সহ-সভাপতি শামসুদ্দিন মাস্টার এর সভাপতিত্বে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় কথিত প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম প্রেসক্লাব গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ, অসদাচরণ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের উপর বহিরাগত লোকের উপস্থিতিতে হামলা, প্রেসক্লাব সম্পদের তছরুপসহ বিভিন্ন অসৎ কর্মকান্ডের জন্য প্রেসক্লাবের অস্তিত্ব বিনষ্ট হওয়ার উপক্রম হওয়ায় সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের কার্যকরী পরিষদ বিলুপ্ত করে গঠনতন্ত্রের বিধান অনুযায়ী ৯ সদস্যের এডহক কমিটি ঘোষণা করা হয়।
এডহক কমিটির সদস্যরা হলেন মোঃ শামছুদ্দিন মাস্টারকে আহবায়ক, এম ইদ্রিস আলী যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব শফিক সরকার, সদস্য এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, এফএম সালাম, মাহবুব আলম খাঁন, সিরাজুল হক সরকার, বজরং আগরওয়ালা, মোঃ নাসির
উদ্দিন ফকির।
আপনার মতামত লিখুন :