খায়রুল ইসলাম; ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে অগ্রদূত সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়।
মুক্তাগাছা উপজেলার রাজাবাড়ী বাজারে সকালে ময়মনসিংহ জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সদস্য এস এম সাঈদ দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।
দাঁওগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন বাদশা এর সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাজাহান সরকার, আতাহার আলী, সাংবাদিক সাইফুজ্জামান দুদু, ফেরদৌস তাজ, খায়রুল ইসলাম, অগ্রদূত সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা এমজেএইচ নোমান, স্বেচ্ছায় রক্তদানে মুক্তাগাছার কর্ণধার সাজ্জাদ সরকার, মনিরুজ্জামান আকাশ প্রমূখ।
কর্মসূচিতে ৪ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ৬ শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :