মুক্তাগাছায় বিজয় চাদরে সম্বর্ধিত মৃত্যুঞ্জয়ী বীরমুক্তিযোদ্ধা


F.Taj প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২০, ১:৩১ AM /
মুক্তাগাছায় বিজয় চাদরে সম্বর্ধিত মৃত্যুঞ্জয়ী বীরমুক্তিযোদ্ধা

মুক্তাগাছায় বিজয়ের শাল চাদরে সকল বীরমুক্তিযোদ্ধাদের সম্বর্ধিত করেছে উপজেলা প্রশাসন মুক্তাগাছা।

সকাল ১১ টায় উপজেলার সকল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদে একযোগে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সম্বর্ধনা অনুষ্ঠানে সকল বীরমুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও মৃত মুক্তিযোদ্ধাদের পরিবারকে রজনীগন্ধা ফুলে বরণ করে শাল চাদরে সম্বর্ধিত করে মৃত্যুঞ্জয়ী বীরদের।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর বলেন, দেশ কখনো বৃদ্ধ হয় না। যেমন বয়স বাড়ে না শহিদের। বীর মুক্তিযোদ্ধারা কখনো প্রাচীন হন না কারণ তাঁরা মোড়ানো থাকেন নবীন প্রজন্মের শ্রদ্ধার চাদরে।

সকাল দশটায় শহীদ হযরত আলী অডিটোরিয়ামে ইউএনও আব্দুল্লাহ আল মনসুর এর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজয় চাদরে সম্বর্ধিত মৃত্যুঞ্জয়ী বীরমুক্তিযোদ্ধা

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি)  মোঃ মাসুদ রানা, ইউএইচও জান্নাতুল ফেরদৌস প্রমূখ।