ফেরদৌস তাজ; “স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি-করোনার বিস্তার রোধ করি” প্রতিপাদ্য নিয়ে করোনা ভাইরাসের ২য় ওয়েভ মোকাবিলায় ময়মনসিংহ জেলার সকল স্থানে একযোগে মাস্ক ক্যাম্পেইনের অংশ হিসেবে মুক্তাগাছায়ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সকালে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে উপজেলা প্রশাসন মুক্তাগাছার উদ্যোগেিউপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মনসুর এর নেতৃত্বে মাস্ক ক্যাম্পেইন পরিচালিত হয়। এ সময় সকল দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অন্যদিকে উপজেলার চেচুয়া বাজারে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে মাস্ক ক্যাম্পেইন পরিচালিত হয়।
এ ছাড়াও উপজেলার স্কুল-কলেজ, স্বেচ্ছাসেবী সংগঠন, ইউনিয়ন ভূমি অফিসও একযোগে এ মাস্ক ক্যাম্পেইনে অংশ নেয়।
আপনার মতামত লিখুন :