মুক্তাগাছায় অতিরিক্ত যাত্রী পরিবহন নিয়ন্ত্রনে মোবাইল কোর্টের অভিযান
F.Taj
প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২০, ৭:০৪ PM /
০
ফেরদৌস তাজ; মুক্তাগাছায় অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ১৪ টি সিএনজি অটোরিক্সা চালককে জরিমানা করেছে মোবাইল কোর্ট।
বুধবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা’র নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগিতায় শহরের বিএডিসি ফার্মের মোড় এলাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা জানান, সাধারণ নাগরিকের উদ্বেগ হ্রাসে শহরের বিএডিসি ফার্মের মোড় এলাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় অতিরিক্ত যাত্রী পরিবহণের কারণে ১৪ টি ভিন্ন ভিন্ন মামলায় মোট ৩ হাজার ৩ শ ৫০ টাকা জরিমানা দণ্ড আরোপ করা হয় সিএনজি চালকদের। একটি সিএনজিতে মোট ৪ জন যাত্রী নেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স সাথে রাখার জন্য সকল সিএনজি চালককে নির্দেশ প্রদান করা হয়।
তিনি আরো বলেন, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার কোন বিকল্প নেই। জনসম্পৃক্ততাই পারে প্রশাসনের এ নির্দেশ গুলো বাস্তবায়নে সফলতা আনতে।
আপনার মতামত লিখুন :