ময়মনসিংহের শ্রেষ্ঠ ওসি মুক্তাগাছার বিপ্লব কুমার বিশ্বাস


F.Taj প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২০, ৪:০৯ PM /
ময়মনসিংহের শ্রেষ্ঠ ওসি মুক্তাগাছার বিপ্লব কুমার বিশ্বাস

ফেরদৌস তাজ;  জুলাই- সেপ্টেম্বর ২০২০ সালে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ ও জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পুরস্কৃত হয়েছেন মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস।

আইন- শৃংখলা, গুরুত্বপূর্ণ মামলা রহস্য উদঘাটন ও মাদকদ্রব্য উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসাবে ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের পক্ষ থেকে সন্মাননা প্রদান করা হয়।

১৮ নভেম্বর বুধবার রেঞ্জ পুলিশের ডিআইজির পক্ষ থেকে এবং আগেরদিন মঙ্গলবার জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কার্যালয়ে সম্মান সূচক পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ করেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, অতিরিক্ত ডিআইজি ডঃ মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো: আহমার উজ্জামান প্রমুখ পুলিশের কর্মকর্তাবৃন্দ।

পুরস্কৃত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, ওসি বিপ্লব কুমার বিশ্বাস।