ময়মনসিংহে তরুণ কবি তনন হত্যার প্রতিবাদে প্রতিবাদী কথা ও কবিতাপাঠ


F.Taj প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২০, ৫:৩৩ PM /
ময়মনসিংহে তরুণ কবি তনন হত্যার প্রতিবাদে প্রতিবাদী কথা ও কবিতাপাঠ

ময়মনসিংহের জয়নুল পার্কের ব্যাটবল চত্বরে ব্রাহ্মণবাড়ীয়ার তরুণ কবি ও সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সৈয়দ মুনাব্বির আহমেদ তনন হত্যার প্রতিবাদে প্রতিবাদী কথা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।

চিন্তক আবুল কালাম আল আজাদের সঞ্চালনায় কবি শামসুল ফয়েজের সভাপতিত্বে প্রতিবাদী কথা ও কবিতা পাঠ করেন কবি ফরিদ আহমদ দুলাল, কবি আওলাদ হোসেন, কবি সিরাজ উদ্দিন, শিল্পী ও সংগঠক রেজাউল করিম আসলাম, নাট্যকর্মী আবুল মনসুর, মোঃ রাজন, কবি-সংগঠক শামীম আশরাফ, কবি রোকন শাহরিয়ার সোহাগ, কবি ফেরদৌস তাজ, কবি জুলহাস উদ্দিন, আশিকুর রহমান প্রমূখ।

ময়মনসিংহে তরুণ কবি তনন হত্যার প্রতিবাদে প্রতিবাদী কথা ও কবিতাপাঠ
ময়মনসিংহের ব্যাটবল চত্বরে তরুণ কবি তনন হত্যার প্রতিবাদে প্রতিবাদী কথা ও কবিতাপাঠ।

অনুষ্ঠানে কবিতাকর্মী ও সংস্কৃতিকর্মীদের কণ্ঠে উচ্চারিত হয় খুনীদের গ্রেফতার ও শাস্তির শব্দমালা। প্রতিবাদী কবিতায় রাষ্ট্রকে জানান দেন তাদের শক্তি। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।