তাজুল ইসলাম; “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিববর্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে ময়মনসিংহের মুক্তাগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ যৌথ ভাবে দিবসটি পালন করে।
বৃহস্পতিবার সকালে ভার্চুয়ালে হাত ধোয়া ও জাতীয় স্যানিটেশন মাস দিবসের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি।
বৃহস্পতিবার শহীদ হযরত আলী অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আরব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকোলি, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ নায়েব আলী খান, ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান খান মনজু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপি ম্যানেজার নম্রতা হাউই প্রমুখ।
এদিকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপির উদ্যোগে পৃথক ভাবে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে উপজেলার দুল্লা, মানকোন ও বাঁশাটি ইউনিয়নে পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিক্ত চাম্বু গং, পলাশ হিউবাট বিশ্বাস, মোঃ রাশিদুল আলম প্রমুখ।
আপনার মতামত লিখুন :