কবিতায় ধর্ষনের প্রতিবাদ মুক্তাগাছা সাহিত্য সংসদের


F.Taj প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২০, ৮:১৫ PM /
কবিতায় ধর্ষনের প্রতিবাদ মুক্তাগাছা সাহিত্য সংসদের

ফেরদৌস তাজ;   মুক্তাগাছা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে মিলেছিলো কবিতায় ধর্ষনের বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে মুক্তাগাছার সাহিত্য সংসদের কবি ও লেখকগণ।

বিকালে মুক্তাগাছা সাহিত্য সংসদ আহ্বায়ক এম ইদ্রিস আলী’র সভাপতিত্বে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও ধর্ষকের শাস্তির দাবীতে আলোচনা ও প্রতিবাদী কবিতা পাঠের আসর বসে কেন্দ্রীয় শহীদ মিনারে।

কবিতায় ধর্ষনের প্রতিবাদ মুক্তাগাছা সাহিত্য সংসদের
মুক্তাগাছা সাহিত্য সংসদ

কবি, সম্পাদক সৌহার্য্য  ওসমান’র সঞ্চালনায় আলোচনা ও প্রতিবাদী কবিতা পাঠ করেন কবি কাজী নাসির মামুন, সরকার নজরুল, সুরঞ্জিত বাড়ই, মাসুদ পারভেজ, ফেরদৌস তাজ, মাসুদ কামাল, সেলিম সাইফুল, মির্জা মান্নান, রবিউল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ, সজীব দে, শিমুল প্রমূখ।