‘চলবো মোরা একসাথে, জয় করবো মনবতাকে’ এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে মুক্তাগাছার অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে এম এন ইন্টারনেশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সভা শেষে হৃদয়ে মুক্তাগাছা’র উদ্যোগে মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী ‘র সৌজন্যে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করে স্বেচ্ছাসেবীরা।
ক্যাটাগরি -১ এবং ক্যাটাগরি-২ এর বিজয়ীরা হলো: ক্যাটাগরি -১ এ ১ম -আবু বকর সিদ্দিক, ২য় – সবুজ আহমেদ, ৩য় – শাকিল মাহমুদ। ক্যাটাগরি -২, ১ম – জান্নাতুল ফেরদৌস, ২য়-জোবায়ের রহমান দূর্জয়, ৩য় – শিহাব হাসান শোভন।
আপনার মতামত লিখুন :