আল্লামা আহমদ শফী আর নেই


F.Taj প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২০, ৬:১৫ PM / ০ Views
আল্লামা আহমদ শফী আর নেই

হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সন্ধ্যায় তিনি রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় তাকে ঢাকায় আনা হয়। এরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

উল্লেখ্য, প্রায় শত বছর বয়সী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগের পাশাপাশি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।