মুক্তাগাছায় পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে মোবাইলকোর্টের অভিযানে ৪জনকে জরিমানা


F.Taj প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২০, ৭:২২ PM /
মুক্তাগাছায় পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে মোবাইলকোর্টের অভিযানে ৪জনকে জরিমানা

মুক্তাগাছায় পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা’র নেতৃত্বে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগিতায় মঙ্গলবার মুক্তাগাছায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, সকাল হতে অতিরিক্ত মূল্য পেয়াজ বিক্রি হওয়ার পাওয়া খবরে পে্ঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় মূল্যবৃদ্ধি না করতে সকলকে নির্দেশ দেয়া হয়।

মুক্তাগাছা উপজেলার আটানি বাজারে পেঁয়াজের মূল্য তদারকিতে ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীন ৩ টি মামলায় ৬৫০০ টাকা জরিমানা করে।

এ সময় কোন বিক্রেতার কাছে আড়ৎদার হতে পেয়াজ কেনার রশিদ পায়নি মোবাইল কোর্ট।

মাসুদ রানা আরো জানান, ইচ্ছেমত পেঁয়াজের মূল্য বৃদ্ধি, রশিদ ব্যতিত ক্রয় বিক্রয়  নাা যাবে না। আড়ৎদার হতে অবশ্যই রশিদ নিতে হবে। আড়ৎদারকেও অবশ্যই রশিদ সঙ্গে রাখতে হবে।

জনস্বার্থ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।