মুক্তাগাছায় আল নূর ক্লিনিক ও সততা ক্লিনিককে মোবাইল কোর্টের জরিমানা
মুক্তাগাছায় লাইসেন্স বিহীন ক্লিনিক পরিচালনা করায় আল নূর ক্লিনিক ও সততা ক্লিনিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ফেরদৌস তাজ; মুক্তাগাছায় লাইসেন্স বিহীন ক্লিনিক পরিচালনা করায় আল নূর ক্লিনিক ও সততা ক্লিনিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা’র নেতৃত্ব ও মুক্তাগাছা থানা পুলিশের সহযোগিতায় এ অভিযানে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেেে মেডিক্যাল অফিসার ডাঃ রাবেয়া।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা জানান, আল নূর ক্লিনিককে লাইসেন্স ব্যতিত ক্লিনিক পরিচালনা করায় ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় এ ক্লিনিকের চার্জ ফি তালিকা দেখা যায়নি।
অপরদিকে, সততা ক্লিনিককে লাইসেন্স না থাকা সহ অন্যান্য অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল ঘোষনা করে মোবাইল কোর্ট।
- জরিমানা পরিশোধিত এবং ভবিষ্যতে এরুপ হবে না মর্মে উভয়ই আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন বলে জানান এসিল্যান্ড মাসুদ রানা।