স্বেচ্ছায় রক্তদানে মুক্তাগাছা’র মাসিক সভা অনুষ্ঠিত
স্বেচ্ছায় রক্তদানে মুক্তাগাছা'র মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছায় রক্তদানে মুক্তাগাছা’র মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মুক্তাগাছা শহরের হলি চাইল্ড স্কুল প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদানে মুক্তাগাছার প্রধান উপদেষ্টা সাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এবিএম তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক হাফিজুর রহমান খান, স্বেচ্ছায় রক্তদানে মুক্তাগাছার উপদেষ্টা শফিকুল ইসলাম, ক্রাউন অফ হিউমিনিটি এর প্রধান উপদেষ্টা ফয়সাল আহমেদ, রক্তদানে আমরা ময়মনসিংহ এর সহ-সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসিব, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজ্জাত সরকার, শফিক আহমেদ শান্ত, পিয়েল হাসান প্রমূখ।
মাসিক আলোচনা সভাকে সাফল্যমন্ডিত করায় সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাজ্জাদ সরকার বলেন, স্বেচ্ছায় রক্তদানে মুক্তাগাছা পরিবার সকলের কাছে দোয়া প্রার্থী, যেন ভবিষ্যতে এমন কার্যক্রম চলমান রাখতে পারি।