মুক্তাগাছায় জয়বাংলা বাজারে অগ্নিকাণ্ড


F.Taj প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২০, ৬:৫৭ AM /
মুক্তাগাছায় জয়বাংলা বাজারে অগ্নিকাণ্ড

মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের জয়বাংলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতি হলেও কোন হতাহত হয়নি।

সূত্রে জানা যায়, রাত সোয়া ১২ টার দিকে আগুণের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মুক্তাগাছা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে ফায়ার  কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মুক্তাগাছা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ নাসির উদ্দিন জানান, ৮ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

আনুমানিক ৩৫ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৈদ্যুতিক গোলযোগের কারণে একটি দোকানে আগুনের সূত্রপাত যা পরে অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় মুক্তাগাছা থানা পুলিশের সদস্যগণ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।