মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২


F.Taj প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২০, ১১:৫০ AM /
মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ফেরদৌস তাজ;  মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ২জন গুরুতর আহত হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ময়মনসিংহ-জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া নামক এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও মুক্তাগাছা থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে ময়মনসিংহ হতে ছেড়ে আসা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৪-০১০৬) এবং মুক্তাগাছা থেকে ছেড়ে যাওয়া একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলর আরোহী রঞ্জিত মিত্র (৫০) ঘটনাস্থলেই মারা যান।

অপর ২ আরোহীসহ ৩ জনকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জিত মিত্র (৫০) কে মৃত ঘোষণা করেন।

আহত মাহমুদুল হাসান (৩৫) ও তানবির হাসান (১৫) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহত রঞ্জিত মিত্র মুক্তাগাছা পৌর শহরের চৌরঙ্গী মোড় ও আহত মাহমুদুল হাসান ও তানবীর হাসান মুজাটি গ্রামের বাসিন্দা।