মুক্তাগাছা উপজেলার দাঁওগাও ইউনিয়নের কমলাপুরে ৪ হাজার ঘণফুট কাঠ জব্দ ও ৫টি কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন পিট ধ্বংস করেছে যৌথ টাস্ক ফোর্স।
বুধবার উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার এর নেতৃত্বে উপজলার দাঁওগাও ইউনিয়নের কমলাপুর গ্রামে বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে কয়লা উৎপাদন প্রতিরোধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়।
এ সময় ৫টি কয়লা নির্মাণ পিট ধ্বংস করা হয় এবং প্রায় ৪,০০০ ঘনফুট কাঠ জব্দ করে টাস্ক ফোর্স।
বন বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মুক্তাগাছা ফায়ার সার্ভিস অপরাধ ঘটনাস্থলে পৌঁছে পিটের আগুন নিভায়।
আপনার মতামত লিখুন :