ময়মনসিংহের ফুলপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৮, উদ্ধার ৬


F.Taj প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২০, ২:০২ PM /
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৮, উদ্ধার ৬

ময়মনসিংহের ফুলপুরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ৮ জন নিহত।

এক আত্মী‌য়ের মৃত‌্যু সংবাদ পে‌য়ে জানাজা নামাজ পড়‌তে যাওয়ার প‌থে ময়মন‌সিং‌হের ফুলপুর থানাধীন ছনধরা ইউ‌নিয়নস্থ বাশা‌টি গ্রা‌মের সবু‌জের পুকুরে সকাল সাড়ে ৭টায় (মহাসড়ক সংলগ্ন) মাই‌ক্রোবাস নিয়ন্ত্রন হা‌রি‌য়ে পুকু‌রে পড়ে গলে এ দূর্ঘটনাটি ঘটে।  মাই‌ক্রোবাস‌টি‌তে ড্রাইভারসহ মোট ১৫ জন যাত্রী ছিল।  এ মধ্যে ৬ জনকে উদ্ধার করা হয়েছে।

তারা বিরু‌নিয়াবাজার ভালুকা থে‌কে শেরপু‌রের না‌লিতাবা‌ড়ি যা‌চ্ছিল।