মুক্তাগাছায় খাস জমি উদ্ধার


F.Taj প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২০, ৫:০৮ PM /
মুক্তাগাছায় খাস জমি উদ্ধার

ফেরদৌস তাজ: মুক্তাগাছা পৌরসভার ১নং ওয়ার্ডের লক্ষীখোলা পৌর গোরস্থান ও মাদ্রাসা সংলগ্ন পুকুরটি দখল করে উপজেলা ভূমি অফিস।

সোমবার লক্ষীখোলা মৌজার ১ নং খতিয়ানের ৩১/২৭১ দাগের  ৩৯ (ঊনচল্লিশ) শতাংশের পুকুরটি উদ্ধার করে সরকারি দখলে নিয়ে আসে মুক্তাগাছা উপজেলা ভূমি অফিস।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা জানান, লক্ষীখোলা মৌজায় সরকারি খাস পুকুরটি অনেক বছর যাবৎ বেদখল অবস্থায় ছিল। নামজারি ও জমাখারিজ সম্পন্ন করতে গিয়ে একটি দাগের পার্শ্ববর্তী দাগের ১নং খাস জমি দেখতে পেয়ে তার সীমানা নির্ধারণের জন্য সার্ভেয়ারকে পাঠানো হলে পুকুর শ্রেণীর এ খাস জমির অস্তিত্ব মেলে এবং সাথে সাথে সরকারিভাবে দখল করা হয়। জমির তফসিলসহ সরকারি দখলদারিত্বের ব্যানার টাঙিয়ে দেয়া হয়।

এছাড়াও পরে শহরের পাড়াটঙ্গী মৌজায় সরকারি সম্পত্তি পরিদর্শন করেন মোঃ মাসুদ রানা।

এ সময় উপস্থিত ছিলেন পৌর ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম।