মুক্তাগাছায় অতিরিক্ত যাত্রী নেয়ায় রাজিব-শাহজালাল-প্রান্তিক পরিবহনকে জরিমানা


F.Taj প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২০, ২:০০ PM /
মুক্তাগাছায় অতিরিক্ত যাত্রী নেয়ায় রাজিব-শাহজালাল-প্রান্তিক পরিবহনকে জরিমানা

(ফেরদৌস তাজ);  মুক্তাগাছায় স্বাস্থ্যবিধি অগ্রাহ্য করে অতিরিক্ত যাত্রী বহন করার দায়ে জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট।

শুক্রবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা’র নেতৃত্বে ও পুলিশের সহায়তায় শহরের সড়কে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে, সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৩৪ ধারায় রাজিব পরিবহণ চালককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং শাহজালাল পরিবহণকে ০৯ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রান্তিক পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।

এ ছাড়াও ডানপাশে যাত্রী নেয়ার অপরাধে এক সিএনজি অটোরিকশা চালকে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে কারাদণ্ডাদেশ দেয় ভ্রাম্যমান আদালত।

এ সময় মোট ৫ টি মামলায় ২৫০০০ টাকা জরিমানা করে আদালত।

এসিল্যান্ড মোঃ মাসুদ রানা সংবাদপ্রবাহকে জানান, করোনা সংক্রামণ রোধে বাসের ভাড়া ৬০% বাড়িয়ে বলা হয়েছিল ২ সিটে ১ জন করে যাত্রী নিবে গণপরিবহণ। কিন্তু ভাড়া ৬০% বাড়িয়ে নেয়ার সাথে প্রতি ২সিটে ২ জন করে যাত্রীও নিচ্ছে। এরুপ অপরাধ প্রতিটি গণপরিবহনেই লক্ষ্য করা যাচ্ছে। গণপরিবহন সমূহের এহেন অপরাধ সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৩৪ ধারার লঙ্ঘন।

জনসাধারণের যাতন লাঘবে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।