(ফেরদৌস তাজ); মুক্তাগাছায় জিজিএফের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার।
সকালে উপজেলার ৩ নং তারাটি ইউনিয়নে প্রায় ১৫ শতাধিক দুস্থ মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
পরিদর্শনকালে ইউএনও সুবর্ণা সরকার সকলকে ধৈর্য্যের সাথে বিতরণে সহযোগিতার আহবান জানান। সেই সাথে করোনা সংক্রমণ প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সম্যক ধারণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন পিআইও রফিকুল ইসলাম, ট্যাগ অফিসার ফজলুর রহমান, সহ- ট্যাগ রুহুল আমীন, সাংবাদিক ফেরদৌস তাজ, বিডিক্লিন সমন্বয়ক জান্নাতুল নাইম চঞ্চল প্রমূখ।
পরিচ্ছন্নতার অভিযাত্রিক স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিন মুক্তাগাছার সদস্যদের সহযোগিতায় সুশৃঙ্খল পরিবেশে বিতরণ কার্যক্রম সমাপ্ত হয়।
আপনার মতামত লিখুন :