মুক্তাগাছায় অতিরিক্ত যাত্রী বহন বন্ধে অভিযান- ৬ চালকের দন্ড


F.Taj প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২০, ৮:০১ PM /
মুক্তাগাছায় অতিরিক্ত যাত্রী বহন বন্ধে অভিযান- ৬ চালকের দন্ড

(ফেরদৌস তাজ);  মুক্তাগাছায় সিএনজিচালিত অটোরিক্সা, ইজিবাইকসহ অন্যান্য যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের  অভিযান পরিচালিত হয়।

বুধবার দুপুরে মুক্তাগাছা শহরের নতুন বাজার হাটের মোড়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা সরকার এর নেতৃত্বে মুক্তাগাছা থানা ও ফাঁড়ি পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

এ সময় অতিরিক্ত যাত্রী বহনের সড়ক পরিবহন আইন-২০১৮ এর ভিত্তিতে  ৫ সিএনজিচালিত অটোরিকশা চালক ও ১ ইজিবাইক  চালককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে মোবাইল কোর্ট।

মুক্তাগাছায় অতিরিক্ত যাত্রী বহন বন্ধে অভিযান- ৬ চালকের দন্ড
দন্ডপ্রাপ্ত ৬ চালক

এছাড়াও চালকের ডানপাশে বসা ৫ যাত্রীকে ৫শ টাকা করে জরিমানা করে মোবাইল কোর্ট।

এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে সুবর্ণা সরকার বলেন, অতিরিক্ত যাত্রী বহনের কারনে প্রায়ই দূর্ঘটনা ঘটছে। চালকরাও সতর্ক হচ্ছে না। তারই প্রেক্ষিতে আজকের অভিযান।

উল্লেখ্য, গত (৮ আগস্ট) শনিবার বিকাল সাড়ে ৩ টায় ময়মনসিংহ-জামালপুর মহাসড়কে মুক্তাগাছা উপজেলার মানকোনে রাজিব পরিবহন (বাস) ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ যাত্রী নিহত হয়।