মুক্তাগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিবাহ বন্ধ- বর ও কণের পিতাকে জরিমানা


F.Taj প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২০, ৭:৩৫ PM /
মুক্তাগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিবাহ বন্ধ- বর ও কণের পিতাকে জরিমানা

(ফেরদৌস তাজ); মুক্তাগাছা উপজেলার ইশ্বরগ্রাম এলাকায় কাশেম আলীর বাড়ীতে অভিযান চালিয়ে এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এ অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।

মোঃ মাসুদ রানা সংবাদ প্রবাহকে জানান, বিকাল ৫ টায় বাল্যবিবাহের খবর পেয়ে আদালত ঈশ্বরগ্রামের কাশেম আলীর বাড়িতে পৌছানোর পর বর কণে হাতে নাতে ধৃত হন। এ সময় তাদের বয়স প্রমাণের দালিলক তথ্য যাচাইয়ের পর শুনানীতে দেখা যায় কণে অপ্রাপ্ত বয়স্ক।

তিনি আরো জানান, এ সময় বর ও কণের পিতা ভ্রাম্যমাণ আদালতে তাদের দোষ স্বীকার করলে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী বরকে ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং কণের বাবাকে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতে বর ও কণের বাবা অর্থদণ্ড পরিশোধ করে ও মুচলেকা প্রদান করে। উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিবাহের কার্যক্রম বন্ধ রাখতে প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং বিবাহ বন্ধ করে বর নিজ বাড়িতে চলে যায়।