দেড় শতাধিক বছর আগে প্রতিষ্ঠিত মসজিদ রং করলেন শশা খামারের বাজার সমাজ কল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবীরা।
বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে স্বেচ্ছাসেবীরা নিজেরাই রংতুলি নিয়ে শশা ইজারার চর মসজিদ রংকরনের কাজে লেগে যায়।
রংতুলির আঁচড়ে মসজিদ সজ্জাকরণে ছিলেন সংস্থার উপদেষ্টা আব্দুর রাজ্জাক, সাহেব আলী, সিদ্দিকুর রহমান, ধর্মীয় সম্পাদক ও ইমাম নাজমুল হুসাইন, অর্থ সম্পাদক মোঃ শরীফ আহমেদ, সাহিত্য সম্পাদক ফেরদৌস তাজ, নাদিম, ইয়াসিন, রাশেদ, নাঈম প্রমূখ।
আপনার মতামত লিখুন :