চলমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব না মেনে ঘুড়ি উৎসবের আয়োজন পন্ড করে দিলো মোবাইল কোর্ট।
রবিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ এর নেতৃত্বে মুক্তাগাছা থানা পুলিশের সহযোগিতায় উপজেলার চর আধপাখিয়া গ্রামে চলমান ঘুড়ি উৎসবের চূড়ান্ত দিনের উৎসব পন্ড করে দেয়া হয়।
আয়োজনে প্রায় ২ হাজার জনগণকে ছত্রভঙ্গ করে মাইকিং এর মাধ্যমে ঘুড়ি উড়ানো বন্ধ করে উপস্থিত লোকদের বাসায় পাঠায় ভ্রাম্যমাণ আদালত।
উৎসবের স্থান জনশূন্য হলে প্যান্ডেল খুলে ফিরে আসে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক পরিধান না করায় ১৮৬০ এর ২৬৯ ধারার মামলায় এক ব্যাক্তিকে ২০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
আপনার মতামত লিখুন :