মুক্তাগাছায় ভাঙ্গা সড়কে ট্রাক গেলো উল্টে


F.Taj প্রকাশের সময় : জুলাই ২০, ২০২০, ৮:১০ AM /
মুক্তাগাছায় ভাঙ্গা সড়কে ট্রাক গেলো উল্টে

মুক্তাগাছা উপজেলার মুক্তাগাছা-পিয়ারপুর সড়কের শশা এলাকায় সড়কের অর্ধেক পাশ ভাঙা থাকায় পাট বোঝাই একটি ট্রাক উল্টে গেছে।

রবিবার রাত ১২ টার সময় এ দূর্ঘটনাটি ঘটেছে। কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

মুক্তাগাছায় ভাঙ্গা সড়কে ট্রাক গেলো উল্টে

এতে ঢাকাগামী এলএ পরিবহন বাসসহ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানায়, কয়েকদিনের বৃষ্টিতে রাস্তাটির খানিকটা ভেঙে যায়। খুব ঝুঁকি নিয়ে গাড়ী চলাচল করতো।  আজকের এ ঘটনায় রাস্তাটি পুরোপুরি ব্যবহারের অযোগ্য হয়ে পড়লো।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাক উদ্ধারের কোন ব্যবস্থা চোখে পড়েনি।

উল্লেখ্য, সড়কের ভাঙা অংশ নিয়ে তারাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মঞ্জুরুল কাদির পোস্ট করলে, উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার কমেন্টে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান।