মুক্তাগাছায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ


F.Taj প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২০, ৭:০৩ PM /
মুক্তাগাছায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

মুক্তাগাছায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিক পর্যায় থেকে মাস্টার্স পর্যন্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও সাইকেল বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে উপজেলা পরিষদের শহীদ মুক্তিযোদ্ধা হযরত আলী অডিটোরিয়ামে উপবৃত্তির চেক ও সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপজেলা  নির্বাহী অফিসার সুবর্ণা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি।

অনুষ্ঠানে ২৮৯ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে দুই লক্ষ টাকার চেক ও ৩০ জন শিক্ষার্থীদের মাঝে সাইকেল প্রদান করা হয়।

পরে প্রধান অতিথি জাতীয় মহিলা সংস্থার ২৬ জন সদস্যের মাঝে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে ৩ লক্ষ নব্বই হাজার টাকার ঋণের চেক প্রদান করেন।

এরপর প্রধান অতিথি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক ইদ, ভাইস চেয়ারম্যান আরব আলী, ওসি বিপ্লব কুমার বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।