মুক্তাগাছায় মৎস্য রক্ষা ও সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।
বুধবার উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার’র নেতৃত্বে ও মুক্তাগাছা থানা পুলিশের সহযোগিতায় মুক্তাগাছা শহরের নতুন বাজারে পরিচালিত অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন, ১৯৫০-এর ভিত্তিতে দুইজন কারেন্ট জাল বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।
উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
অভিযানে আনুমানিক ৫০কেজি কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
এ সময় সুবর্ণা সরকার সকল মাছ ধরার জাল বিক্রেতা এবং ক্রেতাকে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ক্রয়-বিক্রয়-ব্যবহারে সম্পূর্ণরূপে বিরত থাকতে বলেন।
আপনার মতামত লিখুন :