মুক্তাগাছায় বাঘাজানা নদীতে পোনা অবমুক্তি


F.Taj প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২০, ৮:৫২ PM /
মুক্তাগাছায় বাঘাজানা নদীতে পোনা অবমুক্তি

২০১৯-২০২০ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় স্থাপিত বিল নার্সারীতে উৎপাদিত পোনা উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার।

মঙ্গলবার মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের মাঝেরবন্দে বাঘাজানা নদীতে তিনি নার্সারী থেকে উৎপাদিত মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকতা, মৎস্য কর্মকর্ত,  মৎস্য চাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।