মুক্তাগাছায় পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 


F.Taj প্রকাশের সময় : জুলাই ১০, ২০২০, ৮:৪০ PM /
মুক্তাগাছায় পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী “মুজিব বর্ষ “উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ময়মনসিংহ জেলা কমিটি ও মুক্তাগাছা উপজেলা কমিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়।

শুক্রবার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রাখাল সরকার।

মুক্তাগাছায় পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন      

শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ছাপ্পান্ন প্রহর মাঠ, আনন্দময়ী শিব ও কালিমন্দির, হরিজন পল্লী ও বিভিন্ন স্থানে  ঔষধি ও ফলজ গাছের ১শ ৫টি চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের  সহ-সভাপতি রুমী দাস, মনিলা সেন, সুজিত কুমার কুন্ডু,  সাধারন সম্পাদক দেবাশীষ ঘোষ বাপ্পী, ছাপ্পান্ন প্রহর মাঠ সভাপতি জ্ঞানেন্দ্র চন্দ্র পাল, পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিজন দাস বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক পূজা, সঞ্জয় ধর, এড. মন্ত্র দাস,  শ্যামল দাস, ভাস্কর দে, তাপস দত্ত, অশোক সুলেখা, রিনা পাল সদস্য, সুজন সাহা নিলয়, সুকমল দেবনাথ, জিমি গৌড় প্রমূখ।