মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
F.Taj
প্রকাশের সময় : জুন ৩০, ২০২০, ৮:১৮ PM /
০
মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজে আট কোটি টাকা ব্যয়ে ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রতিমন্ত্রী ভবনের ভিত্তি প্রস্তর করেন।
তিনি বলেন, বর্তমান শিক্ষাবান্ধব সরকারের টেকসই উন্নয়ন পরিকল্পনার অংশ এবং মুজিববর্ষের উপহার এই ভবন।
’স্বপ্নেগাঁথা মুক্তাগাছা’ কর্মসূচির অংশ হিসেবে এই কলেজকে সম্পৃক্ত করে নতুন ভবন নির্মাণ, বঙ্গবন্ধু চত্বরে আধুনিক সুবিধা সম্বলিত একটি নান্দনিক মঞ্চ নির্মাণ এবং কাজল কোঠা বিলে কলেজের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণেরও ঘোষণা দেন তিনি।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে কলেজে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী, ময়মনসিংহ মোঃ ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক ইদু, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আরব আলী, শিক্ষক পরিষদের সম্পাদক সৈয়দ মাহবুবুল ইসলাম, কলেজের দ্বিতীয় ক্যাম্পাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহ মুহাম্মদ মাহফুজুল বারী প্রমু।
এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কলেজ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ প্রফেসর মোঃ ইদ্রিস আলী বলেন, ভবনটি নির্মিত হলে কলেজের শ্রেণিসংকট সমাধানের পাশাপাশি মনোরম পরিবেশে শিক্ষার্থীরা যথার্থ শিক্ষা লাভ করার সুযোগ পেয়ে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।
১৯৬৭ সালে জমিদার বাড়ীতে প্রতিষ্ঠিত এই কলেজটি ১৯৮০ সালে সরকারী হয়। ছয় সহস্রাধিক শিক্ষার্থী পাস, স্নাতক (সম্মান), স্নাতকোত্তরসহ বিভিন্ন কোর্সে অধ্যয়ন করছে।
৮ কোটি টাকা ব্যয়ে শহীদ স্মৃতি সরকারি কলেজে ৬ তলা ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ময়মনসিংহ।
আপনার মতামত লিখুন :