মুক্তাগাছায় করোনায় আক্রান্ত পাট ব্যবসায়ীর মৃত্যু


F.Taj প্রকাশের সময় : জুন ২৯, ২০২০, ১২:০৮ PM /
মুক্তাগাছায় করোনায় আক্রান্ত পাট ব্যবসায়ীর মৃত্যু

মুক্তাগাছায় করোনা ভাইরাসে  আক্রান্ত হয়ে প্রতাপ চন্দ্র কর (৬৮) নামের একজন পাট ব্যবসায়ী মারা গেছেন ।

আজ সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

প্রতাপ চন্মুদ্ক্তার কর মুক্তাগাছা  শহরের চৌরঙ্গীর মোড়ের বাসিন্দা ছিলেন।

এলাকাবাসী জানায়, রবিবার সকালে প্রতাপ করের বুকে ব্যথা উঠলে পরিবারের লোকজন আ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, গতকাল রবিবার রাতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে তার করোনার নমুনা সংগ্রহ করা হয়। আজ সোমবার সকালে তিনি মারা যান। কোভিট -১৯ পরীক্ষায় তিনি পজিটিভ ছিলেন।

উল্লেখ্য, মুক্তাগাছা উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩ জনের প্রাণহানি ঘটেছে।