মুক্তাগাছায় ক্রীড়া সামগ্রী বিতরণ
মুক্তাগাছা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়সমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

মুক্তাগাছা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়সমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
শহীদ হযরত আলী অডিটোরিয়ামে বুধবার
এডিবি বরাদ্দে বিদ্যালয়সমূহে ফুটবল, ক্রিকেট খেলার সরঞ্জাম ও ভলিবল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী অসিত বরন দে, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদত হোসেন ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানগন।
এর আগে উপজেলার সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকদের সাথে চলমান করোনা দুর্যোগে শিক্ষাপ্রদান ও ছাত্র-ছাত্রীদের শিক্ষাগ্রহণের গতি ফিরিয়ে আনতে অনলাইন স্কুল পরিচালনা ও আনুষঙ্গিক বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, মুক্তাগাছা উপজেলায় ইতোমধ্যে ১৬টি উচ্চ বিদ্যালয় ও ১টি মাদ্রাসায় অনলাইন স্কুলিং কার্যক্রম শুরু হয়েছে।