জাগ্রত তারুণ্যের জয়জয়কার চলছে মুক্তাগাছায়। অনলাইন সামাজিক সাইটে তথ্যের আদান-প্রদান, রক্তদান ও বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করে সাজিয়ে তুলছে প্রাচীনতম জনপদ মুক্তাগাছাকে।
ব্রীজ নির্মাণ করে মানুষের মন জোগালেন তরুণ্যদীপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন “হৃদয়ে মুক্তাগাছা “। মুক্তাগাছা পৌরসভার সুপারিবাগান ও মুজাটিকে সংযুক্ত করতে ২০ জন স্বেচ্ছাসেবীর শ্রমে নির্মিত হয়েছে বাঁশের ব্রীজ। যা দিয়ে ২ শতাধিক মানুষের যাতায়াত সহজতর হলো!
“হৃদয়ে মুক্তাগাছা” র প্রতিষ্ঠাতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগের শিক্ষার্থী মোঃ দেলোয়ার হোসেন জানান, আয়মন নদীর ঐ দুপারের মানুষদের বেশ পথ ঘুরে যাওয়া আসা করতে হয়। এতে যে সময়ের অপচয় হয় তা কাটাতেই আমাদের এ প্রচেষ্টা।
তিনি আরো জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও এলাকায় বৃক্ষরোপণ ও রক্তদানে আমরা কাজ করছি আমরা।
আপনার মতামত লিখুন :