ফেরদৌস তাজ এর কবিতা


F.Taj প্রকাশের সময় : জুন ৫, ২০২০, ৯:১৪ AM /
ফেরদৌস তাজ এর কবিতা

চেয়েছিলাম

একটা সকাল চেয়েছিলাম তোমার কাছে
কোন প্রেম নিবেদনের জন্য নয়
অনেক রোদ গরমের ঘুমহিন রাত্রি পর
বিষন্ন মেঘের আনাগোনা দেখবার জন্য বলেছিলাম
সকাল প্রেম মাধুর্য ছুঁতে চেয়েছিলাম..
বৃষ্টি শব্দহিন ঘুম বিভোর সকালটার পড়শি চাঁদ সূর্য
মায়াবী বাতাস কুঞ্জন ছোঁড়া ঘাসের বনে ফুল না ফুটলেও
সুভাসী তারা ছিল
প্রেম উদঘাটন মিহি বাতাসে দুরে ডাকছিল বজ্র
অন্য কিছু নয়
শুধু প্রকৃতির পথে তোমার হাতটি ধরে হাঁটতে ইচ্ছে হয়েছিল
তুমি মন্দ ভেবো না
যদি তুমি সকালটা দেখতে
ঘুমোতে পারতে না…